যশোরে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার-৪

যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৭০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ী ব্যবহৃত  পালসার মোটর সাইকেল জব্দ করেছে। এ সময় মাদক নিজ হেফাজতে রেখে ব্যবসা করার অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে প্রিন্স, একই গ্রামের রেজাউল হোসেনের ছেলে শিমুল হোসেন,সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের বর্তমানে যশোর শহরের লোন অফিস পাড়া সম্মিলনী স্কুলের পিছনে ফারুকের বাড়ির আব্দুল মান্নানের ছেলে বিপুল  হোসেন ও সদর উপজেলার শেখহাটি বাবলাতলা গ্রামের মৃত কৃষ্ণ অধিকারীর ছেলে সুমন অধিকারী ওরফে বাপ্পি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার ১১ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার ১০ ফেব্রুয়ারী রাতে শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে সুমন অধিকারী ওরফে বাপ্পিকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, শুক্রবার ১০ ফেব্রুয়ারী বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ উপশহর মানসী সিনেমা হল মার্কেট মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাসুদ রানা প্রিন্স, শিমুল হোসেন ও বিপুল হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় রাতেই মাদক আইনে দু’টি মামলা দেন। পরে গ্রেফতারকৃতদের শনিবার ১১ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করেন।