যশোর প্রতিনিধি
যশোরে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির হোতা ইয়াসিন আরাফাত সুমন (৩০) কে আটক করেছে র্যাব-৬।
এছাড়া র্যাবের আরেক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশিয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আলোচিত সন্ত্রাসী মেহেদী হাসান সাকিব (১৯) কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় র্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মেদ ও যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান পৃথক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে র্যাবের একটি টিম যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাকিবকে আটক করে। এবং সাকিবের বসতবাড়ির দ্বিতীয় তলা থেকে বিশেষ কায়দায় লুকানো বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। আর যশোর জেলার চৌগাছা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত সুমন জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করতো। সে কারণে সুমন চাকরিচ্যুত হয়। বৃহস্পতিবার সকালে তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে।