যশোর প্রতিনিধি
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক, যশোর জেলার সাহিত্য ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে আলোচিত মুখ সকলের প্রিয় গাজী শহিদুল ইসলামের আজ ৪১ তম জন্মদিন।
১৯৮২ সালের ২২ জানুয়ারি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বলইকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত স্কুল শিক্ষক গাজী নুরুল ইসলাম, এবং মাতা জাহানারা বেগম ( গৃহিনী)। সাত ভাই বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ। চাকরি সূত্রে ২০০৩ সালের ১৯ জুলাই থেকে যশোরে বসবাস।
কবি, সংগঠক ও অভিনেতা গাজী শহিদুল ইসলাম যশোর উপশহর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেখক কেন্দ্রের সাধারণ সম্পাদক, যশোর শিল্পকলা একাডেমির সম্মানিত সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা করছেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ ভষ্মিভূত জীবন পুনরায় সাজাবো (প্রকাশকাল ২০১০)। তিনি এক ছেলে এক মেয়ে, স্ত্রী নিয়ে উপশহরে বসবাস করছেন।
কবির জন্মদিনের শুভ কামনা জানিয়েছেন মুক্তেশ^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিদ্রোহী সাহিত্য পরিষদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, লেখক কেন্দ্র, দ্যোতনা সাহিত্য পরিষদ, উপশহর ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।#