মারপিট টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
এলাকার খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্ব ও গোলযোগের এক পর্যায় প্রতিবেশী সন্ত্রাসীদের হাতে ও তাদের সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে সেলিম রেজা বিশ^াস (৫০) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। এসময় তার প্যান্টের পকেট হতে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।  শুক্রবার ২০ জানুয়ারী বিকেলে মামলাটি করেন, যশোর শহরের আরবপুর মোড় বাঁশপট্টির পশ্চিম পাশে মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা বিশ^াস। আসামী করেন, একই এলাকার মৃত ইকবাল হোসেন মিনুর ছেলে সুজন, সুজনের মা মোছাঃ সুফিয়া খাতুন, বোন মোছাঃ রুনা খাতুনসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদি উল্লেখ করেন, এলাকার খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে আসামীদের সাথে বাদির পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও গোলযোগ চলে আসছে। ইতিপূর্বে সুজন তার বসত বাড়িতে কোয়েল পাখি লালন পালন করে। সে কোয়েল পাখি ঠিকমত পরিচর্যা না করায় এলাকায় পরিবেশ দুষিতসহ খুব দুর্গন্ধ ছড়ায়। ওই বিষয়ে বাদি প্রতিবাদসহ বাঁধা নিষেধ করতে আসামীরা বাদিসহ তার পরিবারের সদস্যদের মারপিট,খুন,জখমের হুমকী দিয়ে আসছিল। কয়েকদিন পূর্বে আসামীদের কোয়েল পাখি সুন্দর ভাবে পরিচর্যাসহ লালন পালন করতে বলেন। এতে সুজন ক্ষিপ্ত হয়ে বাদির পরিবারকে মারতে উদ্যত হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও হয়। গত ১৫ জানুয়ারী সকলে বাদি তার মেয়েকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে স্কুলে পৌছে দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়। বাড়ির কাছে পূর্ব দিকে পৌছালে সেখানে ওৎপেতে থাকা আসামী ও তাদের অজ্ঞাতনামা ২/৩জন বাদির মোটর সাইকেলের পথরোধ করে। বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। বাদি মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে সকল আসামীরা এলোপাতাড়ী মারপিট করে গুরুতর জখম করে। সুজন বাদির প্যান্টের পকেটে থাকা নগদ ২৫ হাজার ৭শ’ ৫০ টাকা জোর পূর্বক তুলে নেয়। ওই সময় বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনা দেখে ও ঠেকিয়ে দেয়। আসামীরা পরবর্তীতে বাদিকে মারপিট,খুন,জখম করবে হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বাদি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।#