যশোর প্রতিনিধি: গতকাল বিকেলে শহরের মনিহার এলাকায় যশোর জেলা পুলিশের আয়োজনে শীতার্ত,গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৫০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন, যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম,ও ডিবি পুলিশের ইনচার্জ রুপণ কুমার সরকার ।#