কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের মৃত মাওলা বকস মোড়লের ছেলে দীনমজুর কৃষক মোহাম্মদ আলী মোড়ল (৫০) গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি গত ৭ জানুয়ারি সকাল ৭ টায় পরের ক্ষেতে কামলা দেয়ার জন্য বাড়ি থেকে গ্রামের আমের চারা মাঠে ইরি ধান ক্ষেতের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। কোথাও তার সন্ধান না পাওয়ায় গত ১৫ জানুয়ারি তার স্ত্রী আয়রোন বিবি কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৬৮৪।
মোহাম্মদ আলী মোড়লের গায়ের রঙ শ্যামলা, গায়ে খয়েরি রঙের পাঞ্জাবী, পরনে ছিল সাদা লুঙ্গি, মাথায় হলুদ রঙের শীতের টুপি, উচ্চতা ৫ ফুট ২ইঞ্চি। তার সন্ধান পেলে ০১৭৯০৩০৬৪৮২ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।#