যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রাগ লাইসেন্স ছাড়া প্রাণির ঔষধ বিক্রির অভিযোগে কৃষ্ণ পল্ট্রি ফিডের মালিকের কাছ থেকে ২০ হাজার এবং লাইসেন্স ছাড়া প্রাণি খাদ্য বিক্রির অভিযোগে আরমান পোল্ট্রি ফিডের মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।