নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা বিজ্ঞান ক্লাব এ্যাসোসিয়েশনের নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৩ হইতে ২০২৫ পর্যন্ত তরিকুল ইসলাম সভাপতি ও সৈয়দ আবু আহসান মিটনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মোস্তাফা হাসমীকে প্রচার সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উবায়ের হোসেন, সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক মাহবুবুল হক রবি, কোষাধ্যক্ষ শাহরিয়ার সিদ্দিকা পল্লবী, সাহিত্য, প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান, দপ্তর সম্পাদক মাসুমা খাতুন ও বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে সাঈদ হোসেনকে। এছাড়া সংগঠনের তিনজনকে নির্বাহী সদস্য করা হয়েছে তারা হলেন, ইমরান হোসেন, আকিবুল ইসলাম এবং সাকিবুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি যশোর জেলা বিজ্ঞান ক্লাব এ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল বিজ্ঞান ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে এবয় পুরাতন কমিটি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।###