র‌্যাব-৬ যশোর কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক 

যশোর প্রতিনিধি: র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৈয়বুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে। এ সময় জীবন ওরফে ডিজে জীবন (২৭) নামে অপর এক যুবক পালিয়ে যায়। তৈয়বুর বারান্দীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। আর জীবন শংকরপুর এলাকার খবিরের ছেলে।
র‌্যাবের আল আমিন নাঈম জানিয়েছেন, গত মঙ্গলবার বেজপাড়ার কবরস্থান রোডস্থ কমিউনিটি পুলিশিং ফোরামের পাশে অভিযান চালিয়ে তৈয়বুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে র‌্যাব সদস্যদের দেখে আগেই পালিয়ে যায় জীবন। এই ঘটনায় দুইজনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। #