যশোর প্রতিনিধি
আজ থেকে শুরু হয়েছে মাওলানা সাদ গ্রুপের ৩ দিন ব্যাপী যশোর জেলা তাবলীগ জামাত এর আঞ্চলিক ইজতেমা যশোর শহরস্থ মারকার্স মসজিদ মাদ্রাসা মাঠে আজ সকাল থেকে ইজতেমা মাঠে মুসল্লী আশা শুরু হয়েছে। উক্ত তাবলীগ জামাত এর আঞ্চলিক ইজতেমা যশোর জেলার ০৮ টি উপজেলা নিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রায় /৮০০০/৯০০০ হাজার মুসল্লীর সমাগম হবে মর্মে জানা যায়। ইজতেমা উপলক্ষে সার্বিক দায়িত্বে আছেন যশোর তাবলীগ জামাত এর সাথী মাওলানা সাদ গ্রুপের অনুসারী মাওলানা মোঃ মেহেদী হাসান।