রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পিকনিকে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে সালাহউদ্দিন কাদের রূপম (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী মানজুরি তানভীর নিশি পানিতে তলিয়ে যান। পরে স্ত্রী নিশিকে জীবিত উদ্ধার করা গেলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার একদিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পানিতে তলিয়ে যাওয়া স্বামীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার পদ্মা নদীতে পিকনিকে গিয়ে স্ত্রী মানজুরি তানভীর ওরফে নিশি (৩২) ও স্বামী সালাহউদ্দিন কাদের ডুবে যান। মানজুরিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে মানজুরির মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে সালাহউদ্দিন নিখোঁজ ছিলেন। সালাহউদ্দিন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
ক্রিকেটার সানজামুল ইসলামের ভাই শামীম বলেন, গতকাল শুক্রবার তারা দুটি বড় নৌকা নিয়ে পারিবারিক পিকনিকে গিয়েছিলেন। দুপুরে নদীর চরে বাবুর্চিরা রান্না করছিলেন। তখন তারা সবাই নদীতে নেমে গোসল করছিলেন। এ সময় তিনি ভগ্নিপতি সালাহউদ্দিনের ডাক শুনতে পান। ‘ভাই বাঁচান, নিশি ডুবে গেছে, আমিও ডুবে যাচ্ছি।’ শামীম বলেন, তিনি এইটুকু শুধু শুনতে পেয়েছেন। তারপরই পানিতে ঝাঁপ দিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নমির উদ্দিন বলেন, শুক্রবার দুর্ঘটনার পর সালাউদ্দিনের লাশ পাওয়া যায়নি। আজ দ্বিতীয় দিনের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে। দম্পতির ডুবে যাওয়ার স্থানটি পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমানায়। তাই সালাহউদ্দিনের লাশ চাঁপাইনবাবগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।