আটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫

রংপুর প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ নেংটিছিড়ায় আটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

জানা যায়,সোমবার (১৯/ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটিছিড়া ব্রিজের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন আজাহার (৪৮) ও খাদেমুল (৪৫)।বাকিদের তথ্য জানতে চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তারাগঞ্জ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা পাঁচজনের মৃত্যু হয়।