নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের বাঘারপড়া উপজেলা আরশাদ আছিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর আনন্দ-উল্লাস ও হৈ-হুল্লোড়ে মেতে ওঠে নানা বয়সী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এতে খুশি অভিভাবক ও স্বজনেরা। এমন আয়োজনকে কেন্দ্র করে এদিন স্থানীয় প্রেমচারা বলফিল্ড মাঠে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল ৯টার পর একেএকে বিদ্যালয়ের নিজস্ব দুটি গাড়িতে করে দুর-দুরান্তের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে হাজির হয়। বেলা ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন, দৈনিক গ্রামের কাগজথর নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান ও দৈনিক কল্যাণথর মফস্বল সম্পাদক এস শামছুদ্দিন জ্যোতি। এর পরপরই বালিশ খেলা, বল নিক্ষেপ, মোরগ লড়াই, বিস্কুট খাওয়া, দৌড় সহ ক্রীড়ার নানা প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন ওই সব শিক্ষার্থীরা। চলে ঠিক বেলা দেড়টা পর্যন্ত। বিকেলে সাংস্কৃতিক পর্বে নাচ, গান, কবিতা আবৃত্তি অংশ নেওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজের লুকায়িত সুপ্ত প্রতিভাকে তুলে ধরে। ‘প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয়থ সেটি নিজেকে দিয়েই দেখিয়ে দিলেন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। জন্ম থেকেই তার দুই পা বিকল। ম ের কার্পেটের ওপর বসে পা দিয়ে নিজের নাম লিখলেন ‘রেশমা খাতুনথ। এর পরপরই দৃষ্টি প্রতিবন্ধী চতুর্থ শ্রেণীর ছাত্রী সোনাভান তার সুরেলা কন্ঠে গেয়ে উঠলেন ‘হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি…থ গানটি। উপস্থিত সবাই অবাক হয়ে শুনলেন। শুধু তাই নয়; গানের তালে প্রথম শ্রেণীর হাবিবা খাতুনের উড়াধুড়া নাচে মুগ্ধতা ছড়ায়। বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শামীম আকতার। প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা ঘাতক দালাল নিমর্ূল কমিটির সভাপতি কমরেড হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক গ্রামের কাগজথর প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম, দৈনিক জনকন্ঠথর নিজস্ব প্রতিবেদক সাজেদ রহমান বকুল, দৈনিক সমাজের কথাথর বার্তা সম্পাদক মিলন রহমান ও প্রেমচারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবীন্দ্রনাথ মজুমদার। আরশাদ আছিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খানের স ালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুখশানা শার্মীন। এ সময় ইউপি সদস্য মফিজুর রহমান, জাপা নেতা আইয়ুব আলী, সাবেক ইউপি সদস্য আলম মোল্যা ও হালিম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।