যশোর প্রতিনিধি
যশোরের স্বেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদ হত্যা মামলাসহ একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদকসহ ১১টি মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী যশোরের চিহ্নিত সন্ত্রাসী, সুমন উরফে মাঠ সুমন র্যাব-৬, যশোরের হাতে আটক।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে,ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক আসামি সুমন ওরফে মাঠ সুমন যশোর শহরের শংকরপুর মাঠপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
র্যাব জানায়,একাধিক হত্যা মামলা, বিস্ফোরক, অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামী যশোরের চিহ্নিত সন্ত্রাসী সুমন @ মাঠ সুমন সহ তার সহযোগীরা মিলে গত ৮ নভেম্বর যশোর শহরের
বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। ১১টি মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী বেজপাড়ার সুমন @ মাঠ সুমনকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়। এছাড়াও আলোচিত এই সন্ত্রাসী যশোরের বেজপাড়া সহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাং
এর নেতৃত্ব প্রদান করে থাকে। আটক আসামি কে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।