যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৫ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি 
 যশোরে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে যশোর ছুটিপুর সড়কের পতেঙ্গালী নামক স্থানে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। অন্যদিকে এর ৬ ঘন্টার আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হন।
নিহতরা হলেন, চাচড়া খামারপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও বর্মন পাড়ার পাগল বর্মনের ছেলে সূর্য বর্মন(৫৫)। অন্যদিকে মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন(১৮)।
নিহত আফ্রিদির বড় ভাই ইয়াছিন আরাফাত জানান, দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু এক বাইসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্য ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যায়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘পতেঙ্গালীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের ঘটনায় ট্রাক চালক এখনো আটক হয়নি। আটকে অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তাঁরা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তার খালাতো ভাই।
এছাড়াও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোরে ধর্মতলা তেলপাম্পের সামনে বেপরোয়া এমএখান পরিবহনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৫ শিক্ষার্থী আহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
আহতরা হলেন,রেজওয়ান আহমেদ সামি, রাবেয়া খাতুন, সাইফুল ইসলাম, আবির মাহমুদ অর্ণব এবং চালক সেলিম রেজা।
আহতরা জানায়, তারা চাচড়া থেকে ক্যান্টনমেন্ট কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে একটি বিপরীতমুখী গড়াই পরিবহন ইজিবাইকের মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুছড়ে ইজিবাইকে থাকা ৫ যাত্রী আহত হয়। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।#