যশোর বিজিবির হাতে দশটি সোনারবার সহ এক যুবক আটক

যশোর প্রতিনিধি: যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা চুয়াডাঙ্গা থেকে ১০টি সোনারবারসহ মারুফ বিল্লাহ (২০) নামে এক যুবককে আটক করেছে। মারুফ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি ঈদগাহ পাড়ার আরিফ বিল্লাহর ছেলে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে একটি মোটরসাইকেলে করে মারফ ১০টি সোনার বার নিয়ে সীমান্তে দিকে যাচ্ছিল। পথে তার গতিরোধ করে দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এককেজি ১৭০ গ্রাম সোনার মূল্য এক কোটি ১৯ লাখ ৫শ টাকা। #