যশােরে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

যশোর প্রতিনিধি
যশাের তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন যশাের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। মেলায় ৩১ টি স্টল প্রদর্শন হচ্ছে। এসব স্টলে বিভিন্ন কৃষিপণ্য, কৃষি যন্ত্রাংশ ও চাষির আধুনিক কলাকৌশল বিষয় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণ করা হয়েছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বাধনের পর অতিথিবৃন্দ স্টল পরিদর্শণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ. তমিজুল ইসলাম খান, যশাের সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমদ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাদ্দাজ হোসেনসহ আরাে অনেকে