যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে একটি মরিচ বাগান থেকে মাটি খুঁড়ে ৮০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
শনিবার রাত ১১টার দিকে সন্ধ্যার দিকে উপজেলার শাহজাদপুর সীমান্তের শূন্য রেখার কাছে একটি মরিচ বাগানের ভেতর মাটি খুঁড়ে দুটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়।
পরে কাপড়ের ব্যাগ খুলে তার ভেতর থেকে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার রাতে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ বাগানের কাছে দুজনকে সন্দেহজকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকেন।
বিষয়টি চোরাকারবারিরা বুঝতে পেরে সোনার বারগুলো মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মরিচ বাগান তল্লাশি করে মাটি খুড়ে সেখান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম। যার বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে