যশোরে ইয়াবাসহ বিক্রেতা সিদ্দিক আটক

বিশেষ প্রতিনিধি
শহরের পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়া এলাকায় ইয়াবা বেচাকেনার অভিযোগে সিদ্দিক নামে এক ব্যক্তিকে ১শ’ ২৭পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের পূর্ব বারান্দীপাড়া সিদ্দিকের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা সিদ্দিক দ্রুত পালানোর চেষ্টার এক পর্যায়  আটক হয়। পরে তার দখল হতে ১২৭পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।