যশোর চুড়ামনকাটিতে আলম হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি
যশোরের চুড়ামনকাটিতে আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেন আলম হত্যা মামলায় বদিউজ্জামান বাদল আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আসামি বাদল সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রহরী।
মামলায় জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে চুড়ামনকাটির ছাতিয়ানতলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেন আলমকে। এই ঘটনায় ২৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী রেকসোনা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন দফাদারের ছেলে তানভীর হাসান রক্সি ও মানিক মন্ডল নামে দুই আসামিকে আটক করে পুলিশ। তবে এই মামলার এজাহারভুক্ত আসামি বাদল পুলিশি হয়রানি এড়াতে গত ২ অক্টোবর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য অর্ন্তবর্তীকালীন জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষে গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। #