যশোর কিশোর গ্যাং এর ৪ সদস্যকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করলো ডিবি পুলিশ

যশোর প্রতিনিধি 
যশোর জেলা পুলিশ সুপারের প্রলয় কুমার জোয়ারদার নির্দেশে যশোর ডিবির ওসি রুপন কুমার   সরকারের নেতৃত্বে ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদারের সমন্বয়ে একটি দল যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিশোর গাঙের চায়ের সদস্যদের  আটক করে তাদের কাছে ধারালো চাকু উদ্ধার করেছে।
যশোর ভিবি পুলিশের কাছে গোপনে সংবাদ আসে বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের সামনে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য হাতে চাকু ছুরি নিয়ে ছিনতাই মারামারির জন্য সেখানে অবস্থান করছে। এ সময় বিকেল চারটার দিকে ডিবির একটি টিম সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময়৪ জন কিশোর গ্যাং এর সদস্যকে ২টি বার্মিজ চাকুসহ হাতে নাতে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে পরে  ষঅভিযান চালিয়ে আটককৃতদের মধ্যে ইয়ামিনের বসত বাড়ী থেকে আরো ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা  হচ্ছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইয়ামিন ( ১৮), বাহাদুরপুর কারিগরপাড়ার ফিরোজের ছেলে জুয়েল ( ১৮), বাহাদুরপুর বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৮), ও বাহাদুরপুর আড়পাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (১৮)। আটকচার কিশোর গ্যাং এর বিরুদ্ধে ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে যশোর কোতোয়ালি থানা একটি মামলা দায়ের করেছেন।