বিশেষ প্রতিনিধি
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় ৪৫০পিস ইয়াবা ও ৩শ’ ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড় মৃত সদর আলী মোল্লার মেয়ে ও তোফাজ্জেল হোসেন মানিকের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার,সদর উপজেলর চাউলিয়া পশ্চিমপাড়ার হোসেন আলী মোল্লার ছেলে সাইদুল ইসলাম ও চৌগাছা উপজেলার নারায়ণ পুর দক্ষিণ পাড়া বর্তমানে সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় শ^শুর মৃত নুর ইসলামের বাড়ির মৃত হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাগেছে,ক সার্কেলের কর্মকর্তা ও সিপাহী সম্বনয় গঠিত একটি টিম রোববার ১৩ নভেম্বর সকালে সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড়স্থ জাহিদুল ইসলামের থাকা ঘরে অভিযান চালায়। এসময় জাহিদুল ইসলামকে গ্রেফতার পূর্বক তার দেখানো মতে উক্ত ঘরের মধ্যে কৌটায় রাখা ৪৫০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, শনিবার ১২ নভেম্বর সন্ধ্যায় নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বস ভাটার সামনে থেকে সাইদুল ইসলামকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর সার্কেলের সদস্যরা শনিবার ১২ নভেম্বর বিকেলে সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড়স্থ নুরুন্নাহারের ঘরে অভিযান চালিয়ে ১শ’ ৩০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করে।#