ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)আনিছুর রহমান। তবে ভোটগ্রহণের তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে তিনি জানিয়েছেন।
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইসি আনিছুর।
তিনি বলেন, ‘২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, ২০২৪ সালের জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। সেই লক্ষ্যে ইসি প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।
ইসি আনিছুর বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে ইসি। একদল নয়, সব দলের রেফারি হয়ে কাজ করবে নির্বাচন কমিশন।’
দ্বাদশ সংসদ নির্বাচন কবে নাগাদ আয়োজন হবে এর আগে ধারনা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছিলেন, ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে