বাগেরহাটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কে গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে (৩৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানু ভূঁইয়া বাড়ি বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার প্রয়াত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ ফরিদ নামে এক যুবক তানু ভূঁইয়াকে গুলি করে হত্যা করেছে। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড। তারা এই হত্যার বিচার দাবি করেছেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এএসএম জব্বার ফারুকী বলেন, নূরে আলম ভূঁইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম শাখার মুখপাত্র এসএম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়ার হত্যায় জড়িত ব্যক্তিকে আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। শিগগির তাকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।