যশোরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাগ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি:
যশোরের ছিকরগাছা কৃষ্ণনগর গ্রামের ভাড়াই চালিত মোটরসাইকেল চালক শাহিনুর ইসলাম ওরফে ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাসেল আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিকে আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাসেল ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাঠুয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ।

একই আদালত চলতি বছরের ৬ অক্টোবর তার সাজা প্রদান করেন।
মামলাসূত্রে জানাযায়, ২০১৯ সালের ৯ আগস্ট রাতে ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আসামি রাসেলসহ আরও কয়েকজন তার মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে। পরে রাত ২টার দিকে গঙ্গানন্দপুর মাঠের জিউলীগাছামোড়ে পৌঁছালে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি রাস্তার পাশের ঝোপের মধ্যে ফেলে দিয়ে তারা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্তে উঠে আসে এ তথ্য। আদালতে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার রাসেল আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।