যশোরের ঝিকরগাছায় নুন্দাই এর সাথে পরকীয়ার কারণে গৃহবধূ হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক 

যশোরের ঝিকরগাছায় নুন্দাই এর সাথে পরকীয়ার কারণে লিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যা অভিযোগ উঠেছে। শুক্রবার রাত দশটার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি উপজেলার কাটাখালি গ্রামের হত্যার ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার কাটাখালি গ্রামের শাওন হোসেনের স্ত্রী ও মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
নিহত গৃহবধূর পিতা আব্দুল আলিম এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন আমার মেয়ে লিমার সাথে তার নুন্দায় খোকনের সাথে পরকীয়া সম্পর্ক আছে এমন সন্ধেহ করে তার স্বামী শাওন ও শ্বশুর সহ শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় প্রায়ই লিমার সাথে শাওনের গন্ডগোল হতো। গন্ডগোল করে ২৩ অক্টোবর লিমা খাতুন পিতার বাড়িতে চলে আসে। এ সময় শাওন মোবাইলে শ্বশুরের সাথে রাগান্বিত হয়ে কথাবার্তা বলে। পরদিন ২৪ অক্টোবর লিমার শশুর সাইফুল ইসলাম তার পিতার বাড়িতে এসে লিমা খাতুন কে বাড়িতে নিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লিমা খাতুন এর সাথে আমাদের মোবাইলে কথা হয়। তখন আমরা কোন সমস্যা বুঝতে পারি নাই। হঠাৎ রাত সাড়ে ১১ টার দিকে আমার বিয়াই অর্থাৎ লিমার শশুর মোবাইল করে আমাকে জানায় লিমা মারা গেছে আত্মহত্যা করেছে। আমরা রাত বারোটার দিকে,যশোরের ঝিকরগাছা হাসপাতালে যেয়ে দেখি লিমার নিথর মৃতদেহ পড়ে আছে। নুন্দায় খোকনের সাথে পরকিয়া সন্দেহের কারনে শাষরোধ করে লিমাকে হত্যা করে স্বামী ও শশুর বাড়ির লোকজন এমন অভিযোগ করে নিহত লিমার পিতা আব্দুল আলিম।
এদিকে নিহত লিমা খাতুনের শশুর সাইফুল ইসলাম বলেন বিগত ৬ বছর যাবত লিমা ও শাওনের বিবাহ হয়। বিবাহের পর থেকে লিমা বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া সম্পর্ক করতো। শুক্রবার রাত সাড়ে সাতটা থেকে আটটার দিকে শাওন মোবাইলে অন্যকোন লোকের সাথে ঝগড়া করছিলো। এসময় লিমা এসে শাওনকে টেনে নিয়ে যায়। আমিও বাড়িতে চলেযায়। এরপর দুই চার মিনিট পরে শাওনের চিল্লাচিল্লি শুনে যেয়েদেখি লিমা উড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। শাওন লিমাকে ঝুলান্ত অবস্থায় উঁচু করে ধরে রেখেছে। আমার  উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়েযায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমনভক্ত বলেন প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে আত্নহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোটে যদি হত্যা প্রমানিত হয় তাহলে হত্যা মামলা নেওয়া হবে। এখন অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে