অভিবাসী শ্রমিকদের বিভিন্ন দাবিতে যশোরে মানব বন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি 
অভিবাসী শ্রমিকদের অভিবাসন খরচ কমানো,ন্যায় সংগতভাবে অভিবাসন,প্রত্যাহার মুক্ত ও এযারপোর্টের হয়রানী বন্ধ,নারী অভিবাসী শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন মুক্ত করার দাবিতে বুধবার ১৯ অক্টোবর সকালে যশোরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শহরের মুজিব সড়ক প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) বাস্তবায়নে,মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) সহযোগীতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা অর্থায়নে মানব বন্ধন কর্মসূচীতে বমসা সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য করেন।