দুর্নীতির অভিযোগে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, যশোর জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: অদ্য বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, যশোর জেলা ও এর অন্তর্ভুক্ত আটটি উপজেলার কমিটি বিলুপ্তি করা হয়েছে। সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি বাবু আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক টোকন আলী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জেলা এবং উপজেলা পর্যায়ের কমিটির নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের খবর প্রকাশ হয়েছে। যার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

১৭ই অক্টোবর থেকে যশোর জেলার সকলকে এসোসিয়েশনের নামে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সাথে জেলা ও আট উপজেলার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়াও খুব শিঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিততে ভোটের মাধ্যমে সকল কমিটি গঠন করা হবে মর্মে জানা যায়।