যশোরে বিজিবি’র হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 

বিশেষ প্রতিনিধি
গত রোববার রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর বেনাপোলের পুটখালী বিওপি’র ১টি টহল দল পুটখালীর কামারবাড়ী মোড় পাকা রাস্তার ওপর বিজিবি সদস্যরা টহল দিচ্ছিল এর কিছুক্ষন পর ১ জন ব্যক্তিকে টহল দলের দিকে আসতে দেখে। টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে উক্ত ব্যক্তি দৌড়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন থেকে ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ),১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলিসহ পুটখালী এলাকার দূর্ধর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল বিশ্বাস (৩০)কে আটক করে। আটক জহুরুল বিশ্বাস পুটখালী পশ্চিমপাড়ার জাহান আলী বিশ্বাসের পুত্র। আটক জহুরুল বিশ্বাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।