বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ২ দিনে ফেনসিডিল,ইয়াবা,গাঁজা ও ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার বর্তমানে কেশবপুর উপজেলার রাজনগর বাঁশ বর্শি গ্রামের মৃত খোকন হোসেনের ছেলে বাবু হোসেন,যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা জনৈক চুরবুলি এর বাড়ির ভাড়াটিয়া স্থায়ী ভাবে বসবাস বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম, যশোর সদর উপজেলার পুলেরহাট মন্ডলগাতী এলাকার আবুল কাশেম এর ছেলে রাফসান হোসেন বিপ্লব, ও যশোর সদর উপজেলার চাউলিয়া পশ্চিমপাড়ার আব্দুল হামিদের ছেলে লিটন হোসেন। গ্রেফতারকৃতদের রোববার ও সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে,গত ৮ অক্টোবর শনিবা দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ওই সংস্থার কর্মকর্তা ও সদস্যরা সদর উপজেলার রুপদিয়া চাউলিয়া পশ্চিম পাড়াস্থ লিটন হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটন হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ২০পিস ইয়াবা উদ্ধার করে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোববার ৯ অক্টোবর দুুপুরে সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের খোলাডাঙ্গা মন্ডলগাতী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে রাফসান হোসেন বিপ্লবকে গ্রেফতার করে। এসময় সেখানে থাকা আরো একজন দৌড়ে পালিয়ে যায়,ডিবি’র একটি টিম রোববার ৯ অক্টোবর বিকেল পৌনে ৫ টায় সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের খয়েরতলা জামে মসজিদের সামনে থেকে রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা নেশা জাতীয় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এছাড়া, ডিবি’র অপর আরো একটি টিম শনিবার ৮ অক্টোবর সন্ধ্যায় সোয়া ৭ টায় শহরের আরএন রোডস্থ সন্দিপন রেজিষ্ট্রেশন স্কুল গেট সংলগ্ন জামালের হোটেলের সামনে বাবু হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৩০পিস ইয়াবা উদ্ধার দেখায়।