যশোর প্রতিনিধি
গতকাল সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে- সড়কের কাশিপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোশারফ হোসেন (৫৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। কাঁচা মরিচ নিয়ে বাজারে যাওয়ার পথে একটি বাসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা ওমর ফারুক জানিয়েছেন, মোশারেফ হোসেন সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কাঁচামরিচ বিক্রি করার জন্য বাইসাইকেল যোগে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিলেন। পথের মাঝে কালীগঞ্জ- কোটচাঁদপুর সড়কের কাশিপুর গ্রামের কাছে পৌঁছালে কোটচাঁদপুরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস সামনে থেকে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোশারেফ হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করার পর সকাল ৯ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউসার আলম তাকে মৃত ঘোষণা করেন। মৃত মোশারেফ হোসেনের বাড়ি উপজেলার গোবরডাঙ্গা গ্রামে। তার পিতার নাম মৃত বাহার আলী। #