যশোর প্রতিনিধি
সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর মধ্যপাড়া গ্রামের চা-মুদী দোকানের সামনে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের হোসেন মোল্যার ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের একজন এসআই গোপন সূত্রে খবর পান মুনসেফপুর মদ্যপাড়া গ্রামের সোহেলের চা-মুদী দোকানের সামনে একজন মাদক বিক্রেতা অবস্থান নিয়ে মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার পর সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা সুমন হোসেন দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার কাছে থাকা ১৩ পিস ইয়াবা উদ্ধার করে। রাতে তাকে কোতয়ালি মডেল থানায় নিয়ে এসে মাদক আইনে মামলা দেন। শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।#