যশোরে ট্যাংকলরি চালক কর্তৃক সাড়ে ১১ লক্ষাধিক টাকা মূল্যের ডিজেল চুরির অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি
ট্যাংকলরি গাড়ীর চালক কর্তৃক কৌশলে লরী মালিকের  সাড়ে ১১লক্ষাধিক টাকা মূল্যের ১১ হাজার লিটার জ¦ালানী তেল ডিজেল চুরির অভিযোগে যশোর কোতয়ালি মডেল থানায় শুক্রবার ১৬ সেপ্টেম্বর রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন, মেহেরপুর জেলার সদর উপজেলার মেহেরপুর হোটেল বাজার এলাকার মৃত পিজির উদ্দীনের ছেলে আমিনুর ইসলাম। মামলায় আসামী করা হয়েছে, মেহেরপুর জেলার গাংনি উপজেলার মালসাদা গ্রামের বর্তমানে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া  (জেলখানার পিছনে) গুলী মন্ডলের ছেলে রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জনকে।
মামলায় আমিনুর ইসলাম উল্লেখ করেন, বাদির ক্রয়কৃত মালিকানাধীন ট্যাংক লরি গাড়ী যার রেজিষ্ট্রেশন (ঢাকা মেট্টো-ট-১৪-৫২৯৪) এর চালক হিসেবে রফিকুল ইসলাম গত ৭মাস ধরে খুলনা খালিশপুর হতে মেহেরপুরে জ¦ালানী তেল/ডিজেল আনায়ন করে থাকে। খুলনা খালিশপুর মেঘনা ডিপো হতে ডিজেল ভর্তি করে গাড়ী যোগে মেহেরুর যাওয়ার পথে গত ১ সেপ্টেম্বর বেলা অনুমান ৩ টায়  সময় যশোর টু ঝিনাইদহ মহাসড়কস্থ বারীনগর বাজারের উত্তর পাশে  অনুমান ২শ’ গজ দূরে মহাসড়কের পাশে তেলবাহী গাড়ীটি উল্টে যায়। ঘটনাস্থলে কোন তেল পড়ে নাই। উক্ত ঘটনার পর  চালক রফিকুল ইসলাম আত্মগোপ করলে বাদির সন্দেহ হয় যে,রফিকুল ইসলাম পথিমধ্যে অজ্ঞাতনামা লোকের কাছে ডিজেল চুরি করে বিক্রয় করেছে। বাদির গাড়ীতে সাড়ে ১৬ হাজার লিটার ডিজেল তেল ছিল। যার মূল্য অনুমান ১৭ লাখ ৩৯ হাজার টাকা ৫শ’ ৯৫ টাকা। উক্ত  তেলের মধ্যে সাড়ে ৫ হাজার  লিটার তেল গাড়ীতে পাওয়া গেছে বাকী ১১ হাজার লিটার ডিজেল যার মূল্য ১১ লাখ ৬৬ হাজার টাকার ডিজেল পাওয়া যায়নি। উক্ত রফিকুল ইসলাম খুলনা হতে মেহেরপুর যাওয়ার পথে অজ্ঞাতনামা লোকের কাছে ডিজেল চুরি করে বিক্রয় করেছে। উক্ত রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে বাদি যোগাযোগ করলে বাদিকে বিভিন্ন  ধরনের কথাবার্তা বলছে। চালক রফিকুল ইসলামের কাছে বাদী তেলের সঠিক হিসাবব জানতে চাইলে একেক সময় একেক ধররেন কথাবার্তা বলছে। রফিকুল ইসলাম উদ্দেশ্য মূলকভাবে ঘটনাটি বিভিন্নখাতে প্রবাহিত করার জন্য বাদির তেলের গাড়ীটি উল্টে দিয়ে গাড়ীর ১১ হাজার লিটার ডিজেল চুরি করে অজ্ঞাতনামা আসামীদের কাছে বিক্রয় পূর্বক ১১লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে বাদি আশংকা প্রকাশ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চালক রফিকুল ইসলামকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।#