বিশেষ প্রতিনিধি
চিহ্নিত সন্ত্রাসীরা সদর উপজেলান ছিলুমপুর মোল্যাপাড়ার এক বাড়িতে হামলা চালিয়ে মারপিটসহ গোয়ালঘর হতে ছাগল জোরপূর্বক নিয়ে জবাই করে ছোলা-কাটা করার সময় খবর পেয়ে পুলিশ মাসুদ রানা ফন্টু (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার ১৬ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ কাজল বেগম বাদি হয়ে ৫ সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জনের নামে মামলা করেছে। মামলার আসামীরা হচ্ছে,সদর উপজেলা দেয়াড়া ইউনিয়নের ছিলুমপুর মোল্যারপাড়ার আবুল হোসেন মোল্যার ছেলে মাসুদ রানা ফন্টু, মতিয়ারের ছেলে রিপন,মতির ছেলে বাবু, মহাসিন মোল্যার ছেলে সোহাগ ও হাশেম এর জামাতা মিন্টুসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মোছাঃ কাজল বেগম মামলায় উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর ছিলুমপুর মোল্যাপাড়ার মৃত শহর আলী মোল্যার ছেলে সাইফুল ইসলামের সাথে বাদি মোছাঃ কাজল বেগমের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর আসামীগন বিভিন্ন সময় বাদীকে এবং বাদির স্বামীকে মানসিকভাবে অত্যাচার করে আসছিল। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টায় স্বামী সাইফুল ইসলাম আলমনগর বাজারে বাজার করার জন্য যায়। সেই সুযোগে রাত সাড়ে ৮ টায় আসামীগন বে- আইনী জনতাবদ্ধে বাদির বাড়িতে অনধিকার প্রবেশ করে মাসুদ রানা ফন্টু বাদিকে খুন জখমরে হুমকী ধামকী প্রদান করে ও তার হুকুমে রিপন, বাবু,সোহাগ বাদির বসত বাড়ির উত্তর পাশে ছাগলের ঘর হতে বাদির পালিত একটি খাশি ছাগল যার মূল্য ২০ হাজার টাকা ধরে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার সময় বাদি বাধা দিতে গেলে ফন্টু বাদিকে এলোপাতাড়ী চড় থাপ্পড় মারে এবং মিন্টু বাদির পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটিয়ে ছাগল নিয়ে চলে যায়। পরবর্তীতে আসামীরা উক্ত ছাগল নিয়ে ছিলুমপুর গ্রামের ছিলুমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক আশরাফ এর চায়ের দোকানের সামনে নিয়ে জবাই করে ছাগল ছোলা-কাটা করার সময় বাদির স্বামী বাড়িতে চলে আসে। মোবাইল ফোনের মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দিলে কোতয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় মাসুদ রানা ফন্টুকে জবাইকৃত খাশির ৮ কেজি মাংশসহ আটক করে। এ সময় তার সহযোগী আসামীরা দৌড়ে পালিয়ে যায়। কোতয়ালি মডেল থানার এসআই শরীফ আলমামুন স্থানীয় লোকজনের সামনে খাসির মাংশ জব্দ তালিকা প্রস্তুত করেন আসামীকে হেফাজতে গ্রহন করে। শনিবার দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করে।#