যশোর প্রতিনিধি
অনার্স পড়–য়া শিক্ষার্থীকে কু-প্রস্তাবের এক পর্যায় গালিগালাজ করে ও হাত ধরে টানাটানি যৌন নিপীড়ন করার অভিযোগে তিন লম্পটের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেন, যশোর শহরের রেলগেট (কলাবাগান পাড়া) এর মুজিবর রহমানের মেয়ে বিজলী খাতুন (২৫)। আসামী করা হয়েছে,শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটো সুমন, একই এলাকার ফয়সাল ও ষষ্টিতলার মোহাম্মদ আলীর ছেলে ফয়সাল।
বিজলী খাতুন মামলায় উল্লেখ করেন, তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী। বাদি প্রতিদিন বাড়ি হতে কলেজে আসা-যাওয়া করেন। উল্লেখিত আসামীদের বাড়ি এবং বাদীর বাড়ি একই এলাকা হওয়ায় বাদি কলেজে যাওয়ার পথে আসামীগণ বাদীকে দেখে প্রায়ই সময় প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। বাদী প্রস্তাবে রাজী না হওয়ায় পূর্ব হতে ওৎপেতে থাকা উল্লেখিত আসামীরা গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বাদি পিকাসো কোচিং সেন্টারের সামনে দোকানে ঔষধ কিনতে গেলে আসামীরা বাদিকে দেখে কাছে এসে কু-প্রস্তাবসহ বিবিন্ন প্রকার গালিগালাজ করে এক পর্যায় সুমন ওরফে ট্যাটো সুমন বাদির হাত ধরে টানাটানি করে এবং যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ওড়না ধরে টানা-হেচড়া করতে থাকে। বাদিতে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে বাদি প্রাণে বাঁচার জন্য ডাক-চিৎকার ও চেছামেছির শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তৎক্ষনিক আসামীরা দৌড়ে পালিয়ে যায়।#