যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্ল্য গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে সাহেব আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত বুধবার একই গ্রামের প্রবাসীর স্ত্রী জনৈক গৃহবধূ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
ঐ গৃহবধু বাঘারপাড়া থানায় মামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে মামলাটি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম কবির অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়,
জনৈক গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। এ সুযোগে আসামি সাহেব আলী প্রায় তার বাড়িতে এসে কুপ্রস্তাব দিতো।
বিষয়টি গৃহবধূ তার শাশুড়িসহ পরিবারের অন্যদের জানান। এতে ক্ষিপ্ত হয় সাহেব আলী,
গত ২৯ আগস্ট ভোরে গৃহবধূ বাড়ির আঙিনায় ওৎ পেতে থাকে। ভোর সকালে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এসময় আসামি সাহেব আলী কৌশালে ঐ গৃহবধূর ঘরে প্রবেশ করে।
আসামি সাহেব আলী চাকুর ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা করে।
ধস্তাধস্তিতে চাকুর আঘাতে সাহেব আলীর মাথা কেটে যায়। গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে সাহেব আলীকে ধরে ফেলে। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হলে তিনি আদালতে এ মামলা করেছেন।