চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। একই সঙ্গে দু্ই দেশেরে মধ্যকার অনিষ্পন্ন ইস্যুগুলো নিষ্পত্তির বিষয়ে অগ্রগতি হতে পারে।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশেষ উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে স্থলসীমা ও জলসীমার মতো বিষয়গুলো সমাধানের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছি। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু সমাধান হয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক অনিষ্পন্ন ইস্যুগুলোও নিষ্পত্তির ইতিবাচক অগ্রগতি হতে পারে। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে ২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালে মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে ভারতের তখনকার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন।