জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু যা বলেছেন

ঢাকা অফিস:
সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংসদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডেপুটি স্পিকার।

রবিবার ডেপুটি স্পিকার নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তিনি। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন ডেপুটি স্পিকার। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, ‘সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহাম্মেদ নাসিম পাভেল, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদসহ স্থানীয় আওয়ায়ী লীগ নেতারা।