যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন হোসেন (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) সকালে নিজের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রিপন উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে তার নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উত্তম কুমার রায় মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ডিউটি অফিসার (এ এস আই) জারফিন খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।