রাজবাড়ী প্রতিনিধি: প্রশাসনের কর্মকর্তাদের আসতে দেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহের আসর থেকে বর পালিয়ে গেছেন। পরে বাল্যবিবাহে সহযোগিতা করায় বরের দুলাভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার পূর্ব মৌকুড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা।
ইউএনও জানান, সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের ১৩ বছরের কিশোরীর বাল্য বিয়ের আয়োজন করা হয়, গোপালগঞ্জ জেলার জামসেদ মৃধার ছেলে সাজ্জাদ মৃধার সঙ্গে। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে বর পালিয়ে যায়।
এসময় বরের দুলাভাই সাজ্জাদকে অভিভাবক হিসেবে বাল্যবিবাহে সহযোগিতা করার দায়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মেয়ের মামা মিয়াঁ মল্লিক ও মা তসলিমা বেগমের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।