যশোর শহরের র‌্যাবের  হাতে ইয়াবাসহ নারী গ্রেফতার

যশোর প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদ্যরা সোমবার রাতে শহরের মুজিব সড়ক সার্কিট হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে মোছাঃ সোনিয়া (২২) নামে এক গৃহবধূকে ৪৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার মাছখোলা গ্রামের বর্তমানে যশোরশ হরের কাজীপাড়া (পুলিশ লাইন লিচু বাগান) এলাকার মৃত হযরত আলীর মেয়ে ও ইসাহকের স্ত্রী। এ ঘটনায় সোমবার ১৫ আগষ্ট দিবাগত অর্থাৎ ১৬ আগষ্ট রাত ১২ টা ৫ মিনিটে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শেখ মোঃ নুরুজ্জামান চানু জানান, সোমবার ১৫ আগষ্ট  বিকেলে গোপন সূত্রে খবর পান শহরের মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে একজন মাদক বিক্রেতা মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক বহনকারী মোছাঃ সোনিয়া কৌশলে পালানোর চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাকে নারী র‌্যাব সদস্যর  সহায়তায় গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মহিলার কাছে থাকা হ্যান্ড ব্যাগের মধ্যে রক্ষিত ৪শ’ ৬৫পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মহিলার কাছে থাকা দু’টি মোবাইল ফোন জব্দ করেন। পরে নারী মাদক বিক্রেতাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার ১৬ আগষ্ট দুপুরে মোছাঃ সোনিয়াকে আদালতে সোপর্দ করে