যশোর প্রতিনিধি
ইজিবাইক চুরির অভিযোগে হানিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের রোস্তমের ছেলে। বৃহস্পতিবার ১১ আগষ্ট সকাল ৬ টায় যশোর শহরতলী পালবাড়ী হতে হানিফকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হানিফ ইজিবাইক চুরির সাথে জড়িত এমন যথেষ্ট সাক্ষ্য প্রমান পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই বিমান তরফদার। তিনি জানান,গত ১৯ জুলাই দুপুর দেড়টায় পালবাড়ী ভাস্কর্যের মোড় নামক স্থানে জনৈক বিল্লাল এর চায়ের দোকানের সামনে রাস্তার পাশে ইজিবাইক রেখে ইজিবাইক চালক মা হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য যায়। খাওয়া দাওয়া শেষ করে দুপুর ২ টায় ইজিবাইক উক্ত স্থানে এসে দেখেন ইজিবাইকটি নেই। সংঘবদ্ধ চোরেরা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ২২ জুলাই ইজিবাইক মালিক বাদি হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা হানিফকে গ্রেফতার করে বৃহস্পতিবার ১১ আগষ্ট দুপুরে আদালতে সোপর্দ করেছেন।#