যশোরে সোয়া চার লাখ টাকা ছিনতায়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
যশোরে আকরামুজ্জান অনিক (২৫) ও খায়রুল ইসলাম মিলন ওরফে আশাকে (৩২)কে সোয়া চার লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক ( এসআই) বিমান তরফদার রবিবার দিবাগত ভোর রাতে শহরতলির বিরামপুর এলাকা থেকে তাদের আটক করেন।
গ্রেফতার অনিক বিরামপুর গাবতলার কাদের ছেলে ও মিলন ওরফে আশা একই এলাকার মৃত আজিজুলের ছেলে।
যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জান বলেন, গত ১৬ জুন দুপুর বেলা শহরের পুরাতন কসবা বিবি রোডের বিল্লাল হোসেন নগদ চার লাখ ২৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে আসছিলো ঝিকরগাছা থেকে। নতুনহাট তেল পাম্পের সামনে পৌছালে অনিক ও আশাসহ কয়েকজন মিলে মোটরসাইকেল দাড় করিয়ে বিল্লালের কাছে থাকা সোয়া চার লাখ টাকা ছিনতাই করে নেয়। এঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।