নিজেস্ব প্রতিবেদক: র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে এক বার্তায় শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দুপুর ১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।
২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন লে. কর্নেল ইসমাইল। তাকে উদ্ধার করে ঢাকা সম্মিলিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর একটা ৩৭ মিনিটে তিনি মারা যান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লে. কর্নেল ইসমাইল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
র্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধাভরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।