বিশেষ প্রতিনিধি
গরু চুরির অভিযোগে যশোর শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামে চারভাইসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শার্শার রাড়ীপুকুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরমান হোসেন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো রাড়ীপুকুর গ্রামের আজগর আলীর চার ছেলে কুদ্দুস আলী, ইউসুফ আলী, আয়ুব আলী, আব্বাস আলী ও মৃত ইফাজতুল্যর ছেলে আনসার আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ফারুক হোসেন গরুর ব্যবসায়ী। আসমিরা পেশাদার চোর। ফারুক হোসেন বিভিন্ন হাট থেকে গরু কিনে নিজ বাড়িতে রেখে সুযোগ বুঝে বিক্রি করেন। আসামিদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে তার বিরোধ চলছে। আসামিরা তার ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল। ফারুক কিছুদিন হলো দুইটি এড়ে গরু কিনে এনেছেন। যার দাম দুইলাখ ৪২ হাজার টাকা। গত ২৬ জুলাই রাতে শব্দ শুনে তিনি ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গরু নেই। দ্রুত রাস্তায় যেয়ে তিনি দেখেন আসামিরা ইঞ্জিন চালিত নছিমনে গরু নিয়ে যাচ্ছে।