ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতরা ঝরনা দেখে ফিরছিলেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদে নাম তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অরক্ষিত রেল ক্রসিং দিয়ে মাইক্রোবাসটি যাওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।