যশোর প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় আহত চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে মিলন লস্কর( ৪০) নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত মিলন লস্কার নড়াইল সদর থানার ভাদুলিয়া গ্রামের দীনবন্ধু লসকারের ছেলে।
আজ সোমবার সকাল ৭টার সময় নড়াইলের বাস টার্মিনাল এলাকায় টোল আদায় করার সময় একটি দ্রুতগামী মটরটর সাইকেলের ধাক্কায় তিনি আহত হন। তাবে দ্রুত যশোর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।