প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. হেলিম (৩৫) ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

জানা যায়, সোমবার রাতে ঘাগড়া বাজারের হক মার্কেটে মো. হেলিমকে মারধর ও বল্লম দিয়ে আঘাত করা হয়। এর পর তাকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া ইউপি সদস্যসহ লোকজন নিয়ে হেলিমকে একই গ্রামের আইয়ুব আলীর ঘাট থেকে উদ্ধার করেন।

আহত অবস্থায় হেলিমকে প্রথমে মিঠামইন হাসপাতালে নেওয়া হয়। পরে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে নিকলী উপজেলার গোড়াদিঘার কাছে তিনি মারা যান।

মিঠামইন থানার ওসি কলীন্দ্রনাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে সহকারী পুলিশ সুপার সামুয়েল সংমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।