যশোর ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায দুজন নিহত

যশোর প্রতিনিধি

যশোর ঝিনাইদহ মহাসড়কের খয়ের তলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঝিনাইদহ জেলা কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামের খাইবার আলীর ছেলে ওহিদুজ্জামান( ৪৫) ও মমতেজ মল্লিকের ছেলে লুৎফর রহমান (৫০)।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে পুলিশ ও স্থানীয়রা জানাই, নিহত ওহিদুজ্জামান একজন মাছ ব্যবসায়ী ও লুৎফর রহমান একজন শ্রমিক কাজ করে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মাছের পিকআপটি যশোর মাগুরা সড়ক হয়ে যশোরে আসতেছিল খয়েরতলা এলাকায় পৌঁছালে যশোর মুখি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মাছের পিকআপটি ধাক্কা দেয়। এ সময় দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে মৃত্যু নিশ্চিত করে মর্গে পাঠান।
বারোবাজার হাইওয়ে থানার উপ-পরীদর্শক (এসআই) জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সতকারের জন্য বিনা ময়না তদন্তে দেয়া হয়েছে।