যশোর পল্লী বিদ্যুত সমিতির কর্মচারীকে মারপিটের  অভিযোগে মামলা ॥ যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি
বকেয়া বিদ্যুৎ বিল আদায়কালে না পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কালে পল্লী বিদ্যুতের কর্মচারী নাজিরুল ইসলামকে মারপিটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেন যশোর উপশহর ২৮৪,এ ব্লক  বর্তমানে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ তপসীডাঙ্গা এজিএম (প্রশাসন ) অতিরিক্ত দায়িত্ব আব্দুর রহমানের ছেলে আবদুল আউয়াল। মামলায় আসামী করা হয়েছে যশোর চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলম। পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় আবদুল আউয়াল উল্লেখ করেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে নাজিরুল ইসলাম সরকারী রাজস্ব তথা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গত ৬ জুন দুপুরে যশোর সদর উপজেলার আব্দুলপুর গ্রামের ইমরান বিশ^াসের ছেলে গ্রাহক আসাদুজ্জামানের বাড়িতে যান। তার নামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গ্রাহকের বাড়ি হতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আসাদুজ্জামানের ভাইপো জাহাঙ্গীর আলম অর্তকিতভাবে বাঁশের লাঠি দিয়ে খুন করার উদ্দেশ্যে নাজিরুল ইসলামের মাথায় আঘাত করে। নাজিরুল ইসলাম বাঁশে লাঠির আঘাত হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙ্গে জখম প্রাপ্ত হয়। নাজিরুল ইসলাম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আসামীকে প্রতিহত করে। পরে মোবাইল ফোনের মাধ্যমে বাদিসহ কর্মকর্তা ও কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাজিরুল ইসলামকে উদ্ধার করে যশো ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ  জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।